প্রকাশিত: Tue, Dec 12, 2023 8:38 PM
আপডেট: Mon, Jan 26, 2026 4:54 AM

রাজনীতিবিদদের ইমেজ প্রশ্নবিদ্ধ করার জন্য ইদানীং মিডিয়াগুলো ওঠে পরে লেগেছে

আশরাফুল আলম খোকন : রাজনীতিবিদদের ইমেজ প্রশ্নবিদ্ধ করার জন্য ইদানিং মিডিয়াগুলো উঠে পরে লেগেছে। কিছুদিন, মিডিয়াতে একটি সংবাদ খুব সয়লাব, গত ১৫ বছরে মন্ত্রী এমপিদের সম্পদ কতগুণ বেড়েছে। কোথায় লেখা আছে, কেউ মন্ত্রী এমপি হলে ব্যবসা-বাণিজ্য করতে পারবে না, সম্পদ বৃদ্ধি অন্যায়। আপনি দেখতে পারেন, সম্পদ কিংবা টাকা পয়সা বৈধ উপায়ে হয়েছে কিনা। যদি, অবৈধ উপায়ে আয় হয় সেটা উল্লেখ করেন, হেডলাইন করেন। 

২০০৮ সালে নির্বাচনী হলফ নামায় হয়তো ছিল এক লক্ষ টাকা সঞ্চয়, এখন হয়তো লিখেছেন এক কোটি টাকা। নিশ্চিত থাকেন, তিনি এনবিআরকে নিয়মিত কর দিয়েই, এক কোটি টাকা হলফ নামায় লিখেছেন। কিন্তু সেটার হেড লাইন হয়ে যাচ্ছে, সম্পদ একশ গুণ বেড়েছে। এমন একটা পেশার লোকজন দেখান, যাদের আয়, বেতন-ভাতা গত ১৫ বছরে কমেছে। ফেসবুক থেকে